২০২৫ সালে অনলাইনে পাসপোর্ট করার নিয়ম - "সম্পূর্ণ গাইড লাইন"
প্রিয় পাঠক জেনে নিন 2025 সালে কিভাবে আপনারা অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করবেন, ফ্রি কত লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন প্রক্রিয়ার সহ সম্পূর্ণ গাইডলাইন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব।
আমার আজকের আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে যদি আপনারা ঘরে বসে অনলাইনে পাসপোর্ট করতে চান দ্রুত সময়ে।
পেজ সুচিপত্র ঃ ২০২৫ সালে অনলাইনে পাসপোর্ট করার নিয়ম - "সম্পূর্ণ গাইড লাইন"
- অনলাইনে পাসপোর্ট করার নিয়ম ২০২৫
- ১. প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
- ২. অনলাইনে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া
- ৩. পাসপোর্ট এর ধরন অনুযায়ী ফি এর তালিকা
- ৪. ফ্রি পরিষদ পদ্ধতি
- ৫. পাসপোর্ট এর জন্য বায়োমেট্রিক প্রদান
- ৬. পাসপোর্ট সংগ্রহ করতে হবে
- ৭. অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট করার নিয়ম ২০২৫
প্রিয় পাঠক বর্তমানে ই পাসপোর্ট সেবা সহজ ও ডিজিটাল হয় ঘরে বসেই আপনি সহজেই আবেদন করতে পারবেন। অনলাইনে এই পাসপোর্ট এর আবেদন করার পর শুধুমাত্র নির্ধারিত সময় বায়োমেট্রিক দিতে গেলেই আর কোন ঝামেলা থাকে না। তাহলে চলুন জেনে নেই অনলাইনে পাসপোর্ট করার বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় সকল পদক্ষেপ সম্পর্কে।
১. প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ
প্রিয় পাঠক আপনি অনলাইনে পাসপোর্ট তৈরি করুন কিংবা সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে
পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করুন না কেন দুই উপায়ে নিম্নে উল্লেখিত কাগজ পাতি
কিংবা ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে, চলুন সেগুলো সম্পর্কে জেনে আসি-
- সর্বপ্রথম জাতীয় পরিচয় পত্র বা NID কার্ড , জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট তৈরি করার সময় অবশ্যই লাগবে।
- দ্বিতীয়তঃ আবেদনকারী মানে প্রিয় পাঠক যে আবেদন করতে চাচ্ছে তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছবি অবশ্যই সফট কপি হতে হবে।
- আপনার বর্তমান ঠিকানা লাগবে। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার বর্তমান ঠিকানা অবশ্যই প্রমাণ করতে হবে এজন্য আপনার বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিংবা পানির বিলের কাগজ লাগবে।
- প্রিয় পাঠক আপনার যদি পূর্বের পাসপোর্ট তৈরি করা থাকে এক্ষেত্রে সেই পাসপোর্টটি প্রয়োজন হবে ( আবশ্যক নয় যদি থাকে তাহলে)
- আবেদন করার সময় আপনার পিতা-মাতার পরিচয় সম্পর্কে কিছু তথ্য লাগবে ( যদি প্রযোজ্য হয় তাহলে)
২. অনলাইনে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া
প্রিয় পাঠক এতক্ষণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে অনলাইনে পাসপোর্ট আবেদন করতে
কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এখন আমি আপনাকে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া তুলে ধরব
কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসে পাসপোর্ট এর আবেদন করবেন এবং কোন ওয়েবসাইট থেকে
আপনার আবেদন করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত ভাবে -
- প্রথমে আপনারা পাসপোর্ট আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট epassport.gov.bd এর ভেতরে প্রবেশ করুন।
- এরপর "Apply Online" এই বাটনে ক্লিক করুন
- এরপর যে সকল তথ্য আপনার কাছে চাইবে সে সকল তথ্য প্রদান করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
- এরপর আপনার ছবি ও সিগনেচার চাইবে এবং সেগুলো যথারীতি আপলোড করুন।
- এরপর ডেলিভারি টাইপ ও আবেদনকেন্দ্র সিলেক্ট করুন
- এরপর ফরমটি সাবমিট করে দিন এবং ফ্রম এর একটি কপি প্রিন্ট করে রাখুন।
৩. পাসপোর্ট এর ধরন অনুযায়ী ফি এর তালিকা
ধরন | ডেলিভারি টাইম | ৩ বছর( ৪৮ পৃষ্ঠা ) | ৫ বছর ( ৪৮ পৃষ্ঠা |
---|---|---|---|
regular | ১৫ কর্ম দিবস | ৪,০২৫ টাকা | ৫৭৫০ টাকা |
express | ৭ কর্ম দিবস | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা |
super express | ২ কর্ম দিবস | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
( সর্বশেষ ফি জানতে অফিসিয়াল অয়েবসাইড ভিজিট করুন )
৪. ফ্রি পরিষদ পদ্ধতি
প্রিয় পাঠক অনলাইনে পাসপোর্ট তৈরি করার জন্য আপনারা যে আবেদন ফরম পূরণ করেছেন
এবং যা প্রিন্ট করে আপনারা দেখেছেন সেখানে একটি ফি পরিশোধ করার জন্য স্লিপ দেয়া
থাকবে, সেই স্লিপটি নিয়ে ব্যাংকে জমা দেয়ার মাধ্যমে ফ্রি পরিশোধ করতে পারবেন।
আবার মোবাইল ব্যাংকিং যেমন ( বিকাশ, নগদ ও ইন্টারনেট ব্যাংক) ইত্যাদি
ব্যবহার কর আপনারা প্রেমেন্ট করতে পারবেন বাফি পরিশোধ করতে পারবেন।
৫. পাসপোর্ট এর জন্য বায়োমেট্রিক প্রদান
- পাসপোর্ট এর আবেদন করার পর তারা একটি নির্দিষ্ট দিনে আপনাকে বায়োমেটিক্স প্রদান করার জন্য ডাকবে। এইজন্য আপনাকে নির্দিষ্ট দিনে নির্ধারিত পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে
- সেখানে অবশ্যই আপনার পাসপোর্ট এর আবেদন করার ফরম, পেমেন্ট স্লিপ, মূল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
- ছবি তোলা, আঙুলের ছাপ, ও স্বাক্ষর দেওয়ার পরে আপনার ভেরিফিকেশন শেষ হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ করতে হবে
প্রিয় পাঠক আপনার যদি পাসপোর্টের আবেদন প্রক্রিয়া কিংবা বায়োমেট্রিকস সঠিকভাবে
সম্পন্ন হয় তাহলে আপনি সর্বনিম্ন ২ দিন এবং সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই পাসপোর্ট
সংগ্রহ করতে পারবেন।
- Regular = ১৫ দিন পর
- Express = ৭ দিন পর
- Super Express = ২ দিন পর
এভাবে প্রিয় পাঠক আপনার পাসপোর্ট এর ধরন অনুযায়ী এ নির্দিষ্ট সময় পর আপনি
পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আপনার পাসপোর্ট যদি তৈরি হয়ে যায় তাহলে অবশ্যই
আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
৭. অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম
প্রিয় পাঠক আপনার পাসপোর্ট এর ধারণা যে নির্দিষ্ট সময় পর আপনাকে এসএমএস এর
মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করার জন্য জানিয়ে দেয়া হবে। তবে যদি কোন কারনে এসএমএস
আসতে দেরি হয় তাহলে আপনি যে ওয়েবসাইট থেকে আবেদন করেছিলেন সে ওয়েবসাইটে আপনার
অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে দেখতে পাবেন আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা, সেটার
জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে চলুন জেনে আসি -
- প্রথমত epassport.gov.bd এই ওয়েবসাইটে যান।
এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখতে পাবেন আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা
যদি আপনার পাসপোর্ট তৈরি হয়ে থাকে তাহলে সেখানে আপনার পাসপোর্ট তৈরি হয়েছে
সংগ্রহ করুন এই রকম লেখা দেখাবে।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url