২০২৫ সালে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের সম্পূর্ণ গাইড লাইন

প্রিয় পাঠক ২০২৫ সালে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করুন খুব সহজে অনলাইনের মাধ্যমে, এ বিষয়ে আমার আজকের গাইড লাইনে আপনারা পাবেন জনপ্রিয় অ্যাপ, পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।

২০২৫-সালে-অনলাইনে-বিদ্যুৎ-বিল-পরিশোধ-করার-ধাপ--অ্যাপ-লিস্ট


এখন বিদ্যুৎ বিল পরিশোধ হবে আরো সহজ ঘরে বসে এবং স্বল্প সময়ের মধ্যে।

পেজ সুচিপত্র ঃ ২০২৫ সালে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের সম্পূর্ণ গাইড লাইন 

২০২৫ সালে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের সম্পূর্ণ গাইড লাইন 

প্রিয় পাঠক বর্তমানে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এর পথে অগ্রসর হচ্ছে, ঠিক এই কারণেই বর্তমানে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে আরো সহজ। এখন আপনি ঘরে বসে বিকাশ, নগদ, রকেট, 

এবং বিভিন্ন ব্যাংক অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল জমা করতে পারবেন। আজকে আমার আর্টিকেলে আমি আপনাদের সামনে  প্রয়োজনীয় গাইডলাইন ও সকল তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব।

বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে চেক করবেন  

প্রিয় পাঠক আপনি আপনার বিদ্যুৎ বিল চেক করতে চাইলে আপনার নির্দিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান  যেমন : DPDC, DESCO, Palli Bidyut এর ওয়েবসাইটে গিয়ে মিটার নম্বর বা কাস্টমার আইডি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন কিভাবে  

প্রিয় পাঠক বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলে প্রথমে আপনি বিকাশ অ্যাপ এ ঢুকে " Pay bill " অপশনে যাবেন, এরপর বিদ্যুৎ কোম্পানি ( DESCO, DPDC ) সিলেক্ট করবেন। 

এবং এরপর মিটার নম্বর দিন এবং এরপর আপনার বিল অ্যামাউন্ট ভেরিফাই করে পেমেন্ট করুন। আপনার বিল পেমেন্ট করা হয়ে গেলে পেমেন্টর sms কনফার্মেশন আসবে।

নগদ দিয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার পদ্ধতি 

প্রিয় পাঠক নগদ দিয়ে বিদ্যুৎ বিল জমা করতে চাইলে আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করে চলতে হবে চলুন সেগুলো সম্পর্কে জেনে আসি-

প্রথমেই নগদ অ্যাপে লগইন করুন, এরপর " Bill pay " অপশনটি সিলেক্ট করুন  এবং আপনার নির্দিষ্ট বিদ্যুৎ কোম্পানি  ( DPDC, DESCO) সিলেক্ট করুন, এবং এরপর আপনার গ্রাহক নম্বর দিন অথবা মিটার নাম্বার। এরপর আপনার বিলের এমাউন্ট কনফার্ম করুন এবং বিল সাবমিট করুন। বিল সাবমিট হয়ে যাওয়ার পর আপনার কাছে একটি ভেরিফিকেশন SMS আসবে।

পল্লী বিদ্যুৎ বিল কিভাবে অনলাইনে দেবেন?

প্রিয় পাঠক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ( BREB) এর নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে যেখানে প্রবেশ করার মাধ্যমেও আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন অথবা বিকাশ, নগদ ব্যবহার কর আপনি নিজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

তার জন্য প্রথমে আপনি আপনার বিকাশ অথবা নগদ একাউন্টে লগইন করুন এবং সেখান থেকে ( Bill pay) অপশনটি সিলেক্ট করার পর আপনার মিটার নাম্বার দিয়ে আপনার বিদ্যুৎ বিলের নির্দিষ্ট এমাউন্ট কনফার্ম করার পর বিল পেমেন্ট করে দিতে পারবেন।

বিদ্যুৎ বিল পরিশোধ করার নিরাপদ অ্যাপ কোনগুলো 

প্রিয় পাঠক আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটি কমন প্রশ্ন থাকে যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিরাপদ অ্যাপ কোনগুলো চলুন তাহলে সেগুলো সম্পর্কে জেনে আসি -
  •  বিকাশ ( Bikash)
  •  নগদ ( Nagad)
  •  রকেট (  Rocket )
  •  সিটি টাচ ( city touch )
  • DBBL Nexus Pay 
  • i-Pay 
এগুলো অ্যাপ এর মধ্যে যেকোনো একটি অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজে এবং বিশ্বস্ততার সাথে বিল পেমেন্ট করতে পারবেন।

অনলাইনে বিদ্যুৎ বিল পেমেন্ট করলে সার্ভিস চার্জ কত 

প্রিয় পাঠক অনলাইনে বিদ্যুৎ বিল পেমেন্ট করলে সাধারণত ৫-১০ টাকা সার্ভিস  চার্জ এর জন্য কাটা হয়। তবে অনেক সময় বিশেষ কিছু অফার থাকে যা কোন চার্জ ছাড়াই প্রেমেন্ট করা যায়।

আপনি যদি নিজে ঘরে বসে প্রেমেন্ট করেন এক্ষেত্রে বিভিন্ন ধরনের অফার এর মাধ্যমে আপনি বিনামূল্যেই  বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ বিল অনলাইন পেমেন্টের রিসিভ কিভাবে পাবেন 

প্রিয় পাঠক আপনি যখন অনলাইনের কোন অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পেমেন্ট করবেন তখন বিদ্যুৎ বিল পেমেন্ট করার পর সাথে সাথে একটি এসএমএস ( SMS ) কনফার্মেশন আসবে এবং আপনি তারপর অ্যাপ এ History/ Summary অপশনে গিয়ে অনলাইন রিসিভ কপি ডাউনলোড করতে পারবেন।

পুরাতন বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে দেখা যায় 

প্রিয় পাঠক পুরাতন বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে দেখবেন সে সম্পর্কে জানতে চাচ্ছেন? খুব সহজে আপনি জানতে পারবেন আপনার পুরাতন বিদ্যুৎ বিল কত ছিল, তার জন্য প্রথমে আপনি আপনার বিদ্যুৎ কোম্পানি নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার

কাস্টমার আইডি দিয়ে লগইন করলেই আপনি আপনার আগের মাসের বা এই বছরের বিদ্যুৎ বিল খুব সহজেই দেখতে পাবেন। পুরাতন বিদ্যুৎ বিল অনলাইনে দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইট গুলোর লিংক দেয়া হলো : DESCO


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url