১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৫

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই আজকে আর্টিকেলটি আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ১৫ হাজার টাকার মধ্যে ১০ টি মোবাইল ফোন যেখানে আপনারা বুঝতে পারবেন কোন মোবাইল ফোনটি আপনাদের বাজেটের মধ্যে সবথেকে ভালো হবে।
১৫-হাজার-টাকার-মধ্যে-ভালো-মোবাইল-ফোন-২০২৫


বর্তমান সময়ে মোবাইল ফোন কিনতে যাওয়ার আগে অবশ্যই কোন মোবাইল ফোনটা নিবেন সেটা নির্বাচন করে নিতে হবে কোন মোবাইল ফোনের মধ্যে সবথেকে ফিচার ভালো কোনটার ক্যামেরা ভাল এবং কোনটার স্টোরিজ ভালো সে সম্পর্কে জানতে পারলে ভালো ফোন নির্বাচন করার সহজ হয়ে ওঠে। তাহলে চলুন দেরি না করে জেনে আসি ১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোন ২০২৫ সম্পর্কে বিস্তারিত হবে। 

পেজ সুচিপত্র ঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৫ 

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৫

১৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৫ সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়বেন এখন আমি আপনাদের সামনে এমন দশটি মোবাইল ফোনের নাম তুলে ধরব যেগুলো আপনাকে ফাস্ট প্রসেসার, উন্নত ক্যামেরা কোয়ালিটি, বড় ব্যাটারী এবং দ্রুত চার্জিং সিস্টেম ইত্যাদি সুবিধা প্রদান করবে তাহলে চলুন সে ১০ টি ফোনের নাম সম্পর্কে জেনে আসি এবং পরবর্তীতে আমরা সেই ফোনগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো। 
  • Xiaomi Redmi Note 12 
  • Realme Narzo 60 5G
  • Samsung Galaxy M14 5G
  • Poco x5 5G
  • Vivo T2 5G
  • Infinix Zero 30 5G
  • Motorola Moto G73 5G
  • Realme 11 5G
  • Lava blaze 5G
  • iQOO Z7 5G

ওপরে আমি ১০ টি ১৫ হাজার টাকার মধ্যে ভাল ফোনের নাম উল্লেখ করেছি এখন চলুন সেই ফোন গুলোর মধ্যে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এগুলোর স্টোরিস কত ও ক্যামেরা কোয়ালিটি কেমন সে সম্পর্কে জেনে আসি এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে আসি। 

Xiaomi Redmi Note 12  মোবাইল সম্পর্কে বিস্তারিত

১৫ হাজার টাকার মধ্যে xiaomi redmi note 12 এই ফোনটি আপনাদের জন্য সবথেকে ভালো হবে এই ফোনের মধ্যে আপনারা বেশ কিছু ফিচার পাবেন এবং এর ব্যাটারি কোয়ালিটিও অনেক ভালো তার সাথে সাথে আপনারা পাবেন বর্তমানের যুগ অনুযায়ী ফাস্ট টেস্ট চার্জিং সিস্টেম। xiaomi redmi note 12 এই ফোনটির স্ক্রিন হচ্ছে ৬.৭ ইঞ্চি।

Xiaomi-Redmi-Note-12

এবং ফোনটির ক্যামেরা  কোয়ালিটি হচ্ছে ( ব্যাক ক্যামেরা ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল  + ২ মেগাপিক্সেলের ) ফোনটির RAM বা স্টোরেজ হচ্ছে ৮ জিবি এবং ROM বা স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি। আপনারা ব্যাটারি ক্যাপাসিটি পাবেন ৫০০০ mAh এবং সেই সাথে ৩৩w এর ফার্স্ট চার্জিং সুবিধা। 

  • মোবাইল ফোনের দাম  : ১৪, ৫০০ - ১৫০০০ টাকা 

 Realme Narzo 60 5G মোবাইল সম্পর্কে বিস্তারিত


Realme-Narzo-60-5G


 Realme Narzo 60 5G মোবাইলটি ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে খুব ভালো একটি ফোন হবে। আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন বা 15000 টাকার মধ্যে আপনার যদি ভাল ফোন চান তাহলে আমি আপনাদের সামনে যে দশটি পরে নাম উল্লেখ করেছি সব কয়টি অনেক ভালো তবে এদের মধ্যে কিছুটা ক্যামেরা কোয়ালিটি কিংবা র‌্যাম রম এর পার্থক্য রয়েছে।


Realme Narzo 60 5G এই মোবাইলটির মধ্যে আপনারা পাবেন সবথেকে ভালো প্রসেসর এবং এর স্ক্রিন কোয়ালিটি হচ্ছে ৬.৭ ইঞ্চি এছাড়াও এখানে আপনি খুব ভালো মানের ডিসপ্লে পাবেন এবং এই ফোনের ক্যামেরা কোয়ালিটি হচ্ছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল এই ফোনটির রেম হচ্ছে ৮ জিবি এবং স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি। এছাড়াও আপনারা এই ফোনটির সাথে ব্যাটারি কোয়ালিটি আরো ভালো পাবেন এই ফোনের ব্যাটারি কোয়ালিটি  হচ্ছে ৬০০০ MAH এবং সেই সাথে ২৫ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা। 
  • মোবাইল ফোনের দাম : ১৪, ৫০০ টাকা - ১৫০০০ টাকা।

 Samsung Galaxy M14 5G মোবাইল সম্পর্কে বিস্তারিত

 আপনার বাজেট ১৫ হাজার টাকার মধ্যে আপনি যদি ভাল মোবাইল ফোন কিনতে চান এক্ষেত্রে আপনি Samsung Galaxy M14 5G মোবাইল ফোনটি কিনতে পারেন এটি আপনার বাজেটের মধ্যে অনেক ভাল হবে আমরা সকলেই জানি samsung galaxy মোবাইল ফোনের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হয়। তাই আপনারা যারা ক্যামেরা কোয়ালিটি ভালো এবং দামের দিক থেকেও একটু কম দামের মধ্যে মোবাইল যাচ্ছেন এক্ষেত্রে আপনারা এই ফোনটি কিনতে পারেন।

Samsung-Galaxy-M14-5G

samsung galaxy এই ফোনটির মধ্যে আপনারা পাবেন ৬.৬ ইঞ্চি স্ক্রিন কোয়ালিটি এবং ক্যামেরা ৫০ +২+২ মেগাপিক্সেল এবং এর র‍্যাম হচ্ছে ৮ জিবি ও স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি। আপনারা ব্যাটারে কোয়ালিটিও ভালো পাবেন যেমন এর ব্যাটারি কোয়ালিটি হচ্ছে ৬০০০ MAh এবং ২৫ ওয়ার্ডের ফার্স্ট টেস্ট চার্জিং সুবিধা।
  • মোবাইলের দাম  : ১৪, ৫০০ হাজার - ১৫০০০ হাজার টাকা।

Poco x5 5G  স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত 

 Poco X5 5G  এই স্মার্টফোনটি আপনাদের কম বাজেটের মধ্যে এবং নতুন স্মার্টফোনের মধ্যে সবথেকে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন একটি স্মার্টফোন এর ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এবং স্টোরিস ক্ষমতা অনেক বেশি ভালো ব্যাটারি কোয়ালিটি উপরে উল্লেখিত দুইটি মোবাইলে থেকে তুলনামূলক কম হলেও এর ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে এবং দামেও আপনাদের মধ্যে।

Poco-x5-5G


এই ফোনটির মধ্যে আপনারা পাবেন ৬.৭ ইঞ্চি স্ক্রিন সুবিধা এবং ভালো মানের প্রসেসর ও ক্যামেরা কোয়ালিটি হচ্ছে  ৪৮+৪+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সুবিধাসম্পন্ন। এই র‍্যাম রম হচ্ছে 8gb এবং স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি। ৩৩ ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা সহ এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে ৫০০০। 

  • মোবাইলটির দাম: ১৪, ৫০০ টাকা - ১৫, ০০০ হাজার টাকা 

Vivo T2 5G স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য 

Vivo T2 5G স্মার্টফোনটি আপনার বাজেটের মধ্যে সবথেকে ভাল একটি ফোন হবে বিশেষ করে যারা ক্যামেরা কোয়ালিটি নিয়ে থাকে যে তারা কি ১৫০০০ টাকার মধ্যে ভাল ক্যামেরা কোয়ালিটি সম্পন্ন ফোন পাবে? জি অবশ্যই আপনারা এই ফোনটির মধ্যে বেশ ভালো ক্যামেরা কোয়ালিটি সম্পন্ন সুবিধা পাবেন। এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কম হলো আপনার ফার্স্ট চার্জিং সুবিধা পাবেন।

Vivo-T2-5G

এই ফোনটিতে আপনারা যে সকল সুবিধা পাবেন তা হল স্ক্রিন ৬.৩৮ ইঞ্চি এবং ভালো প্রসেসর সম্পন্ন ও ক্যামেরা কোয়ালিটি হচ্ছে 65MP + 2 MP সেই সাথে আপনারা পাবেন ram 8gb এবং স্টোরের ১২৮ জিবি ব্যাটারি ক্যাপাসিটি কিছুটা কম ৪৫০০ মেগা ওয়ার্ড কিন্তু ৪৪ ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা পাবেন।

  • মোবাইলটির মূল্য  : ১৪, ৫০০ টাকা - ১৫০০০ টাকা পর্যন্ত।

Infinix Zero 30 5G স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য 

আপনারা যদি ১৫ হাজার টাকার মধ্যে ভাল মানের ফোনের কথা চিন্তা করেন এক্ষেত্রে আপনারা এই ফোনটি নিতে পারেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যেমন তো তেমনি স্টোরেজ ও অন্যান্য ফিচারস সমূহ বেশ হতো বিশেষ করে ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনের মধ্যে আপনারা পাবেন ৬.৭ ইঞ্চির স্ক্রিন এর সুবিধা প্রসেস অর বেশ উন্নত প্রসেসর 

Infinix-Zero-30-5G


এবং ক্যামেরা কোয়ালিটি সবথেকে ভালো 100 MP+13MP+ 2MP সম্পূর্ণ ট্রিপল ক্যামেরা রয়েছে এবং র‍্যাম হচ্ছে ৮ জিবি ঐ স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি যারা গেমিং কিংবা বিভিন্ন ধরনের গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এই ফোনটি বেশ উপযুক্ত আপনারা এই ফোনটিতে পাবেন পাঁচ হাজার মেগাওয়াট ব্যাটারি এবং ৬৪ ওয়াট ফার্স্ট চার্জিং সুবিধা।

  • স্মার্টফোনটির দাম  : ১৫, ০০০ টাকা 

Motorola Moto G73 5G স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য 

 ১৫০০০ টাকার মধ্যে এই ফোনটিও বেশ ভালো আপনারা এর মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেমন স্ক্রিন প্রসেসর ক্যামেরা স্টোরেজ ব্যাটারি ইত্যাদি এবং এই ফোনটির মধ্যে আপনারা ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো পাবেন তবে মনে রাখবেন মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনারা তার প্রসেসর ক্যামেরা স্টোরেজ ব্যাটারি সবকিছু তথ্য ভালোভাবে জেনে তারপরে মোবাইল ফোন কিনবেন।

Motorola-Moto-G73-5G

এই ফোনটির মধ্যে আপনারা পাবেন ৬. ইঞ্চি স্ক্রিন এবং খুব ভালো প্রসেসর সম্পন্ন একটি ফোন এবং ক্যামেরা কোয়ালিটি  50MP+8 MP এছাড়াও এর ফোনটির মধ্যে রয়েছে এর রেম আরজিবি এবং স্টোরের ১২৮ জিবি এবং ব্যাটারি কোয়ালিটি পাবেন আপনারা 5000 মেগাবাইট পার আওয়ার এবং ৩০ ওয়াট ফার্স্ট টেস্ট চার্জ বিশিষ্ট সুবিধা।
  • স্মার্টফোনটির দাম : ১৪০০০ - ১৫০০০ হাজার টাকা 

Realme 11 5G স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য সমূহ 

১৫০০০ টাকার মধ্যে ভালো মানের মোবাইল ফোন নিতে চাইলে আপনারা এই মোবাইল ফোনটিকে নিতে পারেন কম বাজেটের মত যদি আপনারা ভেবেচিন্তে এবং ভালো ফোন নির্বাচন করতে পারেন তাহলে এটি আপনাদের জন্য লাভজনক হবে। 

Realme-11-5G


Realme 11 5G এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পাবেন ৬.৭ ইঞ্চি স্ক্রিন এর সুবিধা ভালো প্রসেসর এবং ক্যামেরা কোয়ালিটি হচ্ছে   64MP+2MP কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা  এবং স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি ওর র‍্যাম হচ্ছে ৮ জিবি ও ব্যাটারি কোয়ালিটি হচ্ছে ৫০০০ অ্যাম্পিয়ার এবং ৬৭ ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা।
  • স্মার্টফোনটির মূল্য  : ১৩,৭০০ - ১৫০০০ টাকা 

Lava Blaze 5G স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য 


Lava-Blaze-5G


১৫০০০ টাকার মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে আপনারা পাবেন ৬.৫ ইঞ্চি স্কিন কোয়ালিটি ভালো প্রসেসর এবং ক্যামেরা কোয়ালিটি হচ্ছে ট্রিপল ক্যামেরারযুক্ত ক্যামেরা এবং কোয়ালিটি হচ্ছে  ( 50MP+2 MP+2 MP ) কলেটি সম্পূর্ণ ক্যামেরা এবং রম হচ্ছে ৬ জিবি ওয়েস্ট 128gb ব্যাটারি কোয়ালিটি হচ্ছে ৫০০০ এবং ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন।
  • স্মার্টফোনটির মূল্য  : ১৩, ৫০০- ১৪, ৫০০ টাকা 

iQOO Z7 5G স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য 

১৫০০০ টাকার মধ্যে এই ফোনটির মধ্যে আপনারা যে সকল সুবিধা পাবেন সেগুলো হল স্কিন কোয়ালিটি হচ্ছে 6.30 ইঞ্চি প্রসেসর খুবই উন্নত এবং ক্যামেরা কোয়ালিটি হচ্ছে 68MP+ 2MP আপনারা এই ফোনটিতে ডুয়েল ক্যামেরার সুবিধা পাবেন এর 

iQOO-Z7-5G


স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি এবং র‍্যাম হচ্ছে ৮ জিবি ব্যাটারি কোয়ালিটি হচ্ছে ৪৫০০ ৫০০ এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন।  আপনার যদি পনের হাজার টাকার মধ্যে ফোন দিতে হাজার চান তাহলে এই ফোনগুলো আপনাদের জন্য বেশ উপকারী এবং সুবিধা জনক হবে।
  • ফোনটির মূল্য = ১৫০০০ হাজার টাকা।

১৫০০০ টাকার মধ্যে ভালো মোবাইল সম্পর্কে লেখকের মন্তব্য 

১৫০০০ টাকার মধ্যে ভালো দশটি মোবাইল সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এখন এই সকল মোবাইল গুলোর মাধ্যমে আপনি যে সকল সুবিধা পাবেন সেগুলো হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো এবং ফাস্ট প্রসেসর, উন্নত ক্যামেরা কোয়ালিটি,

 বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং সাপোর্ট সিস্টেম। আশা করি এখন আপনাদের জন্য সহজ হবে মোবাইল ফোন নির্বাচন করা এবং কোনটি আপনার জন্য ভালো হবে আপনি বুঝতে পারবেন। আমার আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url