১৫০০০ টাকা বাজেটের মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন
১৫০০০ টাকা বাজেটের মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে
আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো। আপনারা অনেকেই স্মার্টফোন
কেনার আগে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হীনতায় ভোগেন অনেক সময় দেখা যায় আপনারা
বাজেট অনুযায়ী সঠিক ফোন নির্বাচন করতে পারেন না। আজকে আমি আপনাদের সামনে তুলে
ধরব এমন কিছু স্মার্ট সম্পর্কে যেগুলো আপনারা ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের
স্মার্টফোন পাবেন।
১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৭ টি স্মার্টফোন
১৫০০০ টাকা বাজেটের মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন সম্পর্কে জানতে হলে অবশ্যই
আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব
মাত্র ১৫ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ৫ টি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিতভাবে।
আপনারা অনেক সময় দোকানে গিয়েও সঠিক মানের স্মার্টফোন বেছে নিতে পারেন না অনেক
সময় দোকানদাররা আপনাদের সামনে এমন কিছু স্মার্টফোন দেখায় যেগুলোর টেকনোলজি খুব
একটা ভালো না তবে তারা আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে ফেলে।
এমন অবস্থায় সেই স্মার্টফোনগুলো নিয়ে আপনারা অনেক ক্ষেত্রে স্মার্ট ফোনগুলো
বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। তাই অবশ্যই যখন আপনারা স্মার্টফোন কিনতে যাবেন
আপনাদের বাজেট অনুযায়ী স্মার্টফোন সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যাবেন। এবং কোন
স্মার্টফোনটি আপনার বাজেটের জন্য ভালো হবে সেটি সম্পর্কে সঠিক ধারণা নেয়ার পরেই
আপনারা একটি ফোন নির্বাচন করবেন এবং তারপর সেটি দোকানে গিয়ে ভালোভাবে দেখে শুনে
কিনবেন।
স্মার্টফোন যে শুধুমাত্র আমাদের ছবি তোলার কাজে লাগে এমনটা নয় নিত্য প্রয়োজনীয়
বিভিন্ন ধরনের কাজে আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হয় আবার অনেক সময় বিভিন্ন
ধরনের টেকনোলজি যুক্ত কাজ হবে স্মার্টফোনের মাধ্যমে করি এ ক্ষেত্রে অবশ্যই
স্মার্ট ফোন কেনার আগে আপনাকে সেই স্মার্টফোনের ফিচারগুলো সম্পর্কে জেনে নিতে
হবে। তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে আপনার বাজেট টি লক্ষ্য রাখতে হবে কারণ বাজেটের
উপর নির্ভর করেই আপনি ফোন নির্বাচন করতে পারবেন।
Infinix hot 12 play ফিচার সমূহ ও দাম
১৫ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি ইনফিনিক্স হট ১২ প্লে এই ফোন টিপে যাবেন এবং এর
সাথে আপনারা আকর্ষণীয় বিভিন্ন ধরনের বিচারও পাবেন। এছাড়াও এই ফোনটিতে
রয়েছে খুব ভালো মানের র্যাম রোম বা স্টোরেজ ক্ষমতা এবং ক্যামেরা
তুলনামূলক খুবই ভালো। infinix hot 12 play ফোনটি আপনাদের জন্য বেশ ভালো একটি ফোন
হবে যারা ১৫ হাজার টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন তাদের জন্য।
- ফোনের ডিসপ্লে : ৬. ৮২ ইঞ্চি ডিসপ্লে। ৯০ গিগা হর্স
- রিফ্রেশ রেট।
- ফোনের রেম : ৪ জিবি
- ফোনের রোম বা স্টোরেজ : ১২৮ জিবি
- ফোনের ব্যাটারি কোয়ালিটি : ৬০০০ MAH
- ফোনের মেন ক্যামেরা : ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল লেন্স।
- সেলফি ক্যামেরা : ৮ মেগাপিক্সেল সমৃদ্ধ
- ফিঙ্গারপ্রিন্ট : হ্যাঁ
- ফোনের দাম : ১৪ হাজার ১৯৯ টাকা
Vivo Y17s ফোনের ফিচার সমূহ ও মূল্য
আপনি যদি ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের ফোন নিতে চান এক্ষেত্রে আপনি vivo y17s
এই ফোনটি নিতে পারেন এই ফোনটি আপনার জন্য অনেক ভালো হবে। vivo ফোনের ক্যামেরা
কোয়ালিটি ভালো হয় আপনি যত বেশি বাজেট বৃদ্ধি করতে পারবেন আপনি তত ভালো ফোন
পাবেন এ ক্ষেত্রে আপনি যদি ১৫ হাজার টাকার মধ্যে ভাল ফোন চান তাহলে আমি বলবো vivo
Y17s ফোনটি অনেক ভালো চলন জেনে আসি এই ফোনের ফিচারস সমূহ ও বাজার মূল্য সম্পর্কে
-
- ফোনটির ডিসপ্লে : ৬.৫ ইঞ্চি। ৭২০×১৬১২ পিক সেল ডিসপ্লে।
- র্যাম : ৪ জিবি
- টোরেজ বা রোম : ১২৮ জিবি
- ফোনের ব্যাটারি : ৫০০০ MAH
- ফোনের ক্যামেরা কোয়ালিটি: প্রধান ক্যামেরা ৫০ মেগা পিক্সেল, ২ মেগাপিক্সেল সেন্সর।
- ফোনের সেলফি ক্যামেরা : ৮ মেগা পিক্সেল।
- ফোনের ফিঙ্গারপ্রিন্ট : সাইড ফিঙ্গারপ্রিন্ট।
- ফোনের বাজার মূল্য : ১৩, ৬৯৯ টাকা
Oppo A57 স্মার্টফোনের ফিচার ও মূল্য
Oppo A57 স্মার্টফোনটি যদি আপনি কিনতে চান এক্ষেত্রে আপনি ১৫০০০ টাকা বাজেটের
মধ্যেই এই ফোনটি পেয়ে যাবেন। আকর্ষণীয় ক্যামেরা কোয়ালিটি সম্পূর্ণ এবং খুব
ভালো মানের ফিঙ্গারপ্রিন্ট ও স্টোরেজ সম্পন্ন এই ফোনটি আপনি ১৫ হাজার টাকার মধ্যে
পেতে পারবেন। তাহলে চলুন এই ফোনটি সম্পর্কে এবং এর ফিচার সম্পর্কে বাজার মূল্য
সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে আসি-
- oppo ডিসপ্লে : ৬. ৫ ইঞ্চি। ৯০ গিগা হর্স রিফ্রেশমেন্ট।
- ফোনটির রেম : ৪ জিবি
- ফোনটির স্টোরেজ বা রোম : ৬৪ জিবি
- ফোনটির ব্যাটারি : ৫০০০ MAH
- ফোনটির মেইন ক্যামেরা : ১৩ মেগাপিক্সেলের, ২ মেগাপিক্সেল সেন্সর।
- ফোনটির সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল।
- ফোনটির ফিঙ্গারপ্রিন্ট : সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট।
- ফোনটির বাজার মূল্য = ১৪ হাজার ৯৯৯ টাকা
Realme C53 স্মার্ট ফোনটির ফিচার ও বাজার মূল্য
Realme c53 স্মার্টফোনটির ফিচার ও বাজার মূল্য সম্পর্কে জানতে হলে অবশ্যই
আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব
১৫০০০ টাকার মধ্যে ভালো কিছু স্মার্টফোন সম্পর্কে realme c53 স্মার্টফোন সম্পর্কে
আপনারা যদি পনেরো হাজার টাকার মধ্যে ভালোমানের কোন ফোন চান এক্ষেত্রে আপনারা এই
ফোনটিকে ব্যবহার করে দেখতে পারেন এই ফোনটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার এবং
ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো।
- ফোনটির ডিসপ্লে : ৬. ৭৩ ইঞ্চি। ৭২০×১৬০০ পিক্সেল সমৃদ্ধ। ৯০ গিগাহরস রিফ্রেশমেন্ট সমৃদ্ধ
- ফোনটির রেম : ৬ জিবি
- ফোনটি স্টোরেজ বা রোম : ১২৮ জিবি
- ফোনটির ব্যাটারি কোয়ালিটি : ৫০০০ MAH
- ফোনটির মেইন ক্যামেরা : ৫০ মেগাপিক্সেল।
- ফোনটির সেলফি ক্যামেরা : ৫ মেগা পিক্সেল
- ফোনটির বাজার মূল্য : ১৪ হাজার ৫৯৯ টাকা
Techno Spark 10 C স্মার্টফোনটির ফিচার ও বাজার মূল্য
Techno spark 10 C স্মার্টফোনটির ফিচার ও বাজার মূল্য সম্পর্কে জানতে হলে অবশ্যই
আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন আপনারা যারা ভাবছেন ১৫ হাজার
টাকার মধ্যে একটু ভালো মানের ফোন নিতে এক্ষেত্রে তারা আমার উল্লেখিত অপরের ফোন
গুলোকে ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে Techno Sparck 10 C ফোনটিকে আপনারা
নির্বাচন করে দেখুন এই ফোনটি ব্যবহার করে আপনারা অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করবেন
এবং ১৫০০০ টাকার মধ্যে খুব ভালো মানের একটি ফোন পাবেন।
- ফোনটির ডিসপ্লে : ৬. ৬ ইঞ্চি। ৯০ পিক্সেল সম্পূর্ণ ডিসপ্লে।
- ফোনটির রেম : ৪ জিবি
- ফোনটির স্টোরেজ বা রোম : ১২৮ জিবি
- ফোনটির ব্যাটারি কোয়ালিটি : ৫০০০ MAH
- ফোনটির মেইন ক্যামেরা : ১৬ মেগাপিক্সেল ও দ্বিতীয়টি ০. ০৮ মেগাপিক্সেল
- ফোনটির সেলফি ক্যামেরা : ৮ মেগাপিক্সেল।
- ফোনটির ফিঙ্গারপ্রিন্ট : সাইড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট
- ফোনটির বাজার মূল্য : ১২, ৭৯৯ টাকা
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url