রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল ঘোষণা করা হলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের চাপে পড়ে বৃহস্পতিবার ২ জানুয়ারি রাত ৯ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উপাচার্য কনফারেন্স কক্ষ থেকে মূলত পোষ্য কোটা বাতিল করার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব মোঃ অধ্যাপক সালেহ হাসান নাকিব। উপচিত্রের এমন ঘোষণার মাধ্যমে শিক্ষাবর্ষ ২৪-২৫ সালের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ধরনের পোষ্য কোটা থাকছে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষার্থীরা প্রথমে উপাচার্য মহলের সকলকে ১ জানুয়ারি ১৫ ঘন্টার একটি আল্টিমেটাম প্রদান করে। যার মাধ্যমে তারা ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল করা না হলে তারা শক্তভাবে অবস্থান গ্রহণ করবে
পরবর্তীতে তাদের আল্টিমেটাম অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন কিংবা উপাচার্যদের থেকে কোন ধরনের সিদ্ধান্ত না আসার কারণে শিক্ষার্থীরা সকলে ২ জানুয়ারি সকাল ১০ টা ১০ মিনিটে প্রশাসন ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। এবং সেখানে সকল শিক্ষাকে অবস্থান গ্রহণ করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীর আসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের অবস্থান গ্রহণ করে। প্রশাসন ভবনের মূল ফটোকে তালা ঝুলানোর আগ মুহূর্তে তারা মাইকের মাধ্যমে ভবন থেকে সকলের বের হয়ে যাওয়ার আহ্বান জানান কিন্তু প্রশাসন ভবন থেকে কেউ বিয়ে না হওয়ার কারণে তারা বাধ্য হয়ে প্রশাসন ভবনের মূল কেটে তালা ঝুলিয়ে দেন। প্রশাসন ভাবলে তালা ঝুলিয়ে দেয়ার কারণে প্রশাসন ভবনের ভেতরে থাকা প্রায় ২ শতাধিক কর্মচারী আটকা পড়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে এবং পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাওয়া শুরু করলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি আলোচনা সভায় বসে। সে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নতুন নিয়োগকৃত উপাচার্য জনাব মোঃ সালেহ হোসেন নাকীব, উপ - উপাচার্য জনাব অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার জনাব মোঃ ইফতিখারুল আলম মাসুদ, যোগাযোগ দপ্তরের প্রশাসন জনাব মোঃ আখতার হোসেন মজুমদার সহ আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশাসন ভবনের সদস্যগণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে মিটিং শেষ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকা পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল ঘোষণা করেন।
দাবি আদায় হওয়ার কারণে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসন ভবনকে মুক্ত করে এবং সেখান থেকে তাদের অবস্থান কর্মসূচি পরিসমাপ্ত ঘোষণা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তিনি যত দিন আসে বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে থাকবেন ততদিন আসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত ন্যায় সঙ্গত দাবি দফা রয়েছে তিনি সব কিছু পূরণ করার চেষ্টা করবেন। এবং তিনি আরো অঙ্গীকারবদ্ধ হন যে তিনি যতদিন উপাচার্য পদে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ততদিন পোষ্য কোটা বলে আর কোন কোটা থাকবে না।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url