ঘরোয়া ভাবের দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যা সমাধান

ঘরোয়াভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যা নিয়ে চিন্তিত? কিভাবে ঘরোয়াভাবে উকুনের সমস্যার সমাধান করবেন সে বিষয়ে জানতে চান? তাহলে আজকের আমার আর্টিকেলটি আপনাদের জন্য। 
ঘরোয়া-ভাবের-দ্রুত-উকুন-দূর-করার-স্থায়ী-উপায়

আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো উকুন হওয়ার বিশেষ কিছু কারণ সমূহ, উকুন দূর করার উপায়, আতা ফলের বীজ ব্যবহার করে কিভাবে উকুন দূর করবেন, এ সকল বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলুন দেরি না করে জেনে আসি ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত।

পেজ সুচিপত্র: ঘরোয়া ভাবের দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যা সমাধান

ঘরোয়াভাবে দ্রুতে উকুন দূর করার স্থায়ী উপায়

ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। বর্তমানে প্রায় অধিকাংশ মহিলা কিংবা পুরুষের মধ্যে উকুনের সমস্যাটি দেখা দেয়। অনেকের উকুনের সমস্যার সমাধান খুঁজে পায় না। আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ঘরোয়া ভাবে দ্রুত কোন দূর করতে পারবেন।


আপনি আতা ফলের বীজ ব্যবহারের মাধ্যমেও আপনার মাথার উকুন দূর করতে সক্ষম হবেন। এছাড়াও নিমপাতা ব্যবহার করো মাথার উকুন দূর করা সম্ভব হয়। আপনি চাইলেই আপেল সাইডার ভিনেগার ব্যবহার কর মাথার উকুন দূর করতে পারবেন একদম স্থায়ীভাবে। তুলে উকুন হওয়ার কারণ সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব।

মাথায় উকুন হওয়ার কিছু প্রধান কারণ সমূহ

মাথায় উকুন হওয়ার কিছু প্রধান কারণ সমূহ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পন্ন করতে হবে। বিভিন্ন কারণে মাথায় উকুনের সমস্যা বৃদ্ধি পেতে পারে। বর্তমান সময়ের অধিকাংশ ছেলে ও মেয়ের মধ্যেই উকুনের সমস্যাটি দেখা দেয়। তাহলে চলুন দেরি না করে জেনে আসি মাথায় উকুন হওয়ার কিছু প্রধান কারণ সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে।
  • উকুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে : উকুন সাধারণত সরাসরি মানুষের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায় উকুন আক্রান্ত ব্যক্তির চুলের সংস্পর্শে আসা বা একই বালিশে শোয়ার মাধ্যমে উকুন ছড়িয়ে পড়তে পারে।
  • মাথার চুল অপরিষ্কার রাখা : মাথার চুল অপরিষ্কার রাখার মাধ্যমে উকুনের সংক্রমণ বেড়ে যায়। কারণ উকুন অপরিষ্কার পরিবেশে বসবাস করতে বেশি পছন্দ করে।
  • অন্য কোন ব্যক্তির মাধ্যমে সংক্রমণ : আমরা বিভিন্ন সময়ে স্কুল কলেজে যাই এবং সেখানে অন্যদের মাথায় উকুন থাকতে পারে এবং আমরা যদি তাদের সংস্পর্শে আসি এক্ষেত্রে উকুন এর সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে
  • চুলের অযত্ন করা : সঠিকভাবে চুলের পরিচর্যা না করে বরং চুলকে যদি ময়লা বা অপরিষ্কার রাখা হয় এক্ষেত্রে উকুনের সংক্রামণ বেড়ে যাই।
  • পরিবারের সদস্যদের মধ্য থেকে : যদি কোন পরিবারের সদস্যদের মধ্যে উকুনের সংক্রমণ থেকে থাকে এক্ষেত্রে অন্যদের মাথায় উকুনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  • তুলে অতিরিক্ত তেল বা ময়লা থাকলে : অতিরিক্ত তেল উকুন পছন্দ করে চুলে যদি অতিরিক্ত পরিমাণে তেল বা ময়না জমে থাকে এক্ষেত্রে উকুন বসবাস করতে পারে এবং সহজেই ছড়িয়ে পড়তে পারে।

রসুন ব্যবহার করে উকুন দূর করার উপায়

রসুন ব্যবহার করে উকুন দূর করার উপায় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ করতে হবে। ঘরোয়া উপায়ে মাথার উকুন দূর করা সম্ভব। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল পদার্থ যা আমাদের উকুন দূর করতে সহযোগিতা করবে। তাহলে চলুন জেনে আসি রসুনের রস ব্যবহার করে কিভাবে মাথার উকুন দূর করা যায় সে সম্পর্কে বিস্তারিত এবং ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যার সমাধান করার উপায় সম্পর্কে বিস্তারিত।

রসুনের রস ব্যবহার প্রণালী :
  • প্রথমে কয়েকটি রসুনের কোয়া নিয়ে ভালোভাবে পিষে রস বের করে রাখুন।
  • রসুনের রস বের করা হয়ে গেলে রস টিপ ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিন।
  • ২০ থেকে ৩০ মিনিট পর চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • এই পদ্ধতিটি আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন। এবং দিনে একবার ব্যবহার করবেন।

রসুন ও নারকেল তেল ব্যবহার করে উকুন দূর করার উপায়

রসুন ও নারকেল তেল ব্যবহার করে উকুন দূর করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে। ঘরোয়াভাবে আপনারা রসুন ও নারিকেল তেল ব্যবহার করে আপনাদের মাথার উকুনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে আপনাদেরকে অবশ্যই রসুন ও নারিকেল তেল ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন দেরি না করে জেনে আসে রসুন ও নারিকেল তেল ব্যবহার করে উকুন দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত -

রসুন ও নারিকেল তেল ব্যবহারের প্রণালী :
  • প্রয়োজন মতো কয়েকটি রসুনের কোয়া নিয়ে ভালোভাবে পি সে রস তৈরি করুন
  • রসুনের রসের মধ্যে দুই টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। নারিকেল তেল ও রসুন এর রস ভালো ভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
  • পেস্ট তৈরি করা হয়ে গেলে পেস্টটি ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এবং এরপর ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
  • ৩০ মিনিট পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটি আপনারা সপ্তাহের ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারবেন
ঘরোয়া-ভাবের-দ্রুত-উকুন-দূর-করার-স্থায়ী-উপায়

উকুন দূর করতে রসুন ও লেবুর রস এর ব্যবহার

উকুন দূর করতে রসুন ও লেবুর রস এর ব্যবহার সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পন্ন করতে হবে। ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করা স্থায়ী উপায় সম্পর্কে জানতে হবে আপনাদেরকে সঠিকভাবে। উকুনের সমস্যার সমাধান বিষয়ে আর কোন দুশ্চিন্তা নয়। তাহলে চলুন জেনে আসি উকুন দূর করতে লেবুর রস ও রসুন এর ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে -
  • ৪-৫ টি রসুনের কোয়াপি সে ভালোভাবে রস তৈরি করে নিন এবং সেই রসের মধ্যে এক চা চামচ লেবুর রস যুক্ত করুন।
  • এরপর মিশ্রণটি ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিন এবং ২০ মিনিট অপেক্ষা করুন।
  • ২০ মিনিট পর ভালোভাবে চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাকটি আপনারা সপ্তাহে ২ - ৩ বার ব্যবহার করতে পারবেন।

মাথার উকুন চিরতরে দূর করার উপায় সমূহ


মাথার উপর চিরতরে দূর করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে। ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যা সমাধান সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। তো চলুন দেরি না করে জেনে আসি মাথার উকুন চিরতরে দূর করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে -
  • প্রাকৃতিক উপায় ব্যবহার করে : ঘরে প্রাকৃতিক উপায় ব্যবহার করে আপনারা মাথার উকুন দূর করার সমস্যাটি সমাধান করতে পারবেন। প্রাকৃতিক উপায় বলতে বোঝাই যেমন : আপেল ফিডার ভিনেগার ব্যবহার করে , ক্যাস্টর অয়েল ব্যবহার করে।
  • সালফার যুক্ত শ্যাম্পু ব্যবহার করে : সালফার যুক্ত শ্যাম্পু ব্যবহার করার মাধ্যমে আপনারা প্রাকৃতিক উপায়ে এই মাথার উকুনকে নিয়ন্ত্রণ করতে পারবেন বা চিরতরে বিদায় করতে পারবেন। যে সকল শ্যাম্পুর সালফার যুক্ত সে সকল শ্যাম্পু কোন দূর করতে কার্যকরী।
  • প্রফেশনাল চিকিৎসা গ্রহণ : মাথার উকুন দূর করার ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। যদি প্রাকৃতিক উপায়ে মাথার উকুন দূর না হয় এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ঔষধ গ্রহণ করার মাধ্যমে আপনারা চিরতরে উকুনের সমস্যাটি দূর করতে পারবেন।
  • পরিবারের সকলকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে : যদি পরিবারের অন্য কোন সদস্যের মাথায় উকুন থেকে থাকে এক্ষেত্রে পরিবারের সকল সদস্যকে একই সঙ্গে চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে মাথার উকুন চিরতরে দূর করা সম্ভব হবে।
  • মাথার চুল পরিষ্কার রাখতে হবে : আপনারা যদি চিরতরে মাথার উকুনকে দূর করতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে মাথার চুল পরিষ্কার রাখতে হবে কারণ ময়লা বা অপরিষ্কার মাথার চুলে উকুনের সমস্যাটি বৃদ্ধি পায়।

উকুনের ডিম দূর করার ঘরোয়া উপায়


উপরের ডিম দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। ঘরোয়া ভাবে দ্রুত কোন দূর করার স্থায়ী উপায় ও উকুনের সমস্যার সমাধান সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে আর্টিকেলটি সম্পন্ন করতে হবে। তো চলুন দেরি না করে জেনে এসে উকুনের ডিম দূর করা ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিতভাবে।
  • ঔষধের শ্যামপুর ব্যবহার : বাজারে বিভিন্ন ধরনের ঔষধি শ্যাম্পু পাওয়া যায় যেকোনো ব্যবহার করে উকুনের ডিম এবং উকুন দূর করা সম্ভব হয়। এই সকল শ্যামপুর শুধুমাত্র উকুন দূর করার জন্যই তৈরি করা হয়।
  • অ্যালোভেরা ব্যবহার করে : অ্যালোভেরা গাছের রস উকুনের ডিম দূর করতে সহযোগিতা করে। অ্যালোভেরার রস মাথায় ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন এবং এরপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • গরম পানি ব্যবহার করে পোশাক ধোয়া : বিছানায় বা বালিশের চাদরে বিভিন্ন জায়গায় উকুনের ডিম ছড়িয়ে যেতে পারে এক্ষেত্রে অবশ্য বিছানার চাদর বা বালিশের কভার ধোয়ার সময় গরম পানি ব্যবহার করুন।
  • চায়ের গাছের তেলের ব্যবহার : চায়ের কাছে তেলের মধ্যে এন্টি সেপটিক রয়েছে। যদি আমরা চায়ের গাছের তেল২-৩ ফোটা নারিকেল তেলের সাথে মিশিয়ে মাথায় ত্বকে লাগিয়ে নি এবং ২০ মিনিট পর ভালোভাবে মাথা ধুয়ে ফেলুন।
  • লেবুর রস ব্যবহার করে : মাথায় লেবুর রস ব্যবহার করার মাধ্যমে মাথার উকুনের ডিম দূর করার সহজ হয়। মাথায় ১-২ চা চামচ লেবুর রস ভালোভাবে চুলের গোড়ায় লাগিয়ে নিন এবং এরপর ১৫-২০ মিনিট পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
উকুনের-সমস্যা-সমাধানের-উপায়

ভিনেগার দিয়ে উকুন দূর করার উপায়

ভিনেগার দে ওগুন দূর করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। ঘরোয়া ভাবে দ্রুত উকুন দূর করা স্থায়ী উপায় ও উকুনের সমস্যার সমাধান সম্পর্কের সঠিক তথ্য জানার জন্য অবশ্যই আর্টিকেলটি সম্পন্ন করতে হবে। তাহলে চলুন দেরি না করে জেনে আসি ভিনেগার দিয়ে কোন দূর করার উপায় সম্পর্কে একটু বিস্তারিত ভাবে -


ভিনেগার এ থাকা অ্যাসিটিক এসিড মাথার উপর দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অ্যাসিটিক এসিড উকুনের ২০ হিসেবে কাজ করে। আপনার হাতের আঙ্গুলে কিছুটা পরিমাণ ভিনেগার নিয়ে মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন। এবং ১৫ মিনিট পর ভালোভাবে পানি দিয়ে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন। এভাবে আপনারা দুই মাস প্রতি সপ্তাহে ২ বার ব্যবহার করলে কোন সমস্যা দূর করার সম্ভব হবে।

কর্পূর দিয়ে উকুন দূর করার উপায় সমূহ

কর্পূর দিয়ে উকুন দূর করার উপায় সমূহ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি সম্পূর্ণ করতে হবে। ঘরোয়াভাবে দ্রুত উকুন দূর করার স্থায়ী উপায় সম্পর্কে জানতে হলে এবং উকুনের সমস্যা সমাধান সম্পর্কে জানতে হলে অবশ্যইটি সম্পন্ন করুন। কর্পূরের গন্ধ মশা কিংবা উ কোন কোনটাই সহ্য করতে পারে না। তাই কর্পুর উকুনের বিষ হিসেবে কাজ করে।

 
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে কর্পূর মাথার উপর মেরে ফেলতে সক্ষম। প্রথমত নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা কর্পোর তেল মিশিয়ে মাথার চুলে ভালোভাবে লাগিয়ে নিন। কয়েক ঘণ্টা পর চুল ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করুন বা শ্যাম্পু করে নিতে পারেন। এইভাবে সপ্তাহে দুইদিন ব্যবহার করার মাধ্যমে আপনারা মাথার উকুন দূর করতে সক্ষম হবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url