৭ দিনে সাদা চুল কুচকুচে কালো করার উপায়
পাকা চুলের সমস্যা নিয়ে দুশ্চিন্তা আর নয়? জেনে নিন কিভাবে ঘরোয়া উপায়ে পাকা চুলের সমস্যা সমাধান করবেন। আপনি কি পাকা চুলকে কালো করার জন্য উপায় খুঁজে পাচ্ছেন না? ৭ দিনে কিভাবে পাকা চুলকে ঘরোয়া উপায়ে কালো করা যায় আজকে আপনাদেরকে আমি আমার আর্টিকেলটির মাধ্যমে সেটি জানিয়ে দেবো।
তাহলে চলুন আর দেরি না করে জেনে আসি কিভাবে লেবু, কালো জিরে, জবা ফুল ব্যবহার করে ঘরোয়া উপায়েই সমস্যাটিকে দূর করবেন সম্পর্কে বিস্তারিতভাবে।
- ৭ দিনে সাদা চুল কুচকুচে কালো করার উপায়
- অল্প বয়সে চুল পাকার কারণসমূহ
- পাকা চুল প্রতিরোধে নারিকেল তেলের কার্যকারিতা
- পাকা চুল প্রতিরোধে চা পাতার কার্যকারিতা
- লেবু দিয়ে পাকা চুল কালো করার উপায়
- ছেলেদের পাকা চুল কালো করার উপায়
- সাদা চুল কালো করার প্রাকৃতিক ঔষধ
৭ দিনে সাদা চুল হবে কুচকুচে কালো করার উপায়
আপনারা কি আপনাদের পাকা চুলের সমস্যা নেই দুশ্চিন্তাগ্রস্থ? কম বয়সের চুল পেকে
যাচ্ছে?
আপনাদের মধ্যে এমন অনেকে হয়েছে যাদের বয়সের সাথে তাল মিলিয়ে চুল পেকে যায়
আবার অনেকেই রয়েছে যাদের কম বয়সেই অধিক পরিমাণে পাকা চুলে সমস্যা দেখা দেয়
এক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না বরং ঘরোয়া উপায়েই জবা ফুল জবা ফুলের পাতা
এবং অন্যান্য কিছু উপাদান ব্যবহার করেই পাকা চুলের সমস্যা দূর করতে পারবেন।
যাদের কম বয়সে পাকা চুলের সমস্যা দেখা দেয় তাদের খেতে মূলত কিছু কারণ রয়েছে
যেমন - অতিরিক্ত পরিমাণে মানসিক চাপের কারণে মাথার চুল পেকে যেতে পারে,
হরমোন জাতীয় সমস্যা থাকলে চুল পাকার সমস্যাটি দেখা দেয়, আমাদের খাদ্য
তালিকার মধ্যে এসিড জাতীয় খাদ্য বেশি থাকার কারণে ও টাকা চুলের সমস্যা দেখা দিতে
পারে। তাই এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চুল পাকার কারণগুলি প্রথমত বের করতে হবে।
আমরা অনেক সময় পাকা চুল দেখা দিলে দুশ্চিন্তাগ্রস্ত হয় বিভিন্ন ধরনের ওষুধের
ওপর নির্ভরশীল হয়ে পড়ি যার ফলে আমাদের চুল পাকার সমস্যাটি অধিক পরিমাণে বৃদ্ধি
পায়।
এক্ষেত্রে আপনারা ঘরে বসেই একটি জবা ফুলের মাধ্যমে আপনাদের পাকা চুলকে একেবারে
উধাও করে দিতে পারবেন। আপনারা যদি চুলের গোড়াই পেঁয়াজের রস লাগাতে পারেন
এক্ষেত্রে শুধুমাত্র আপনাদের চুলি যে কালো হবে এমনটা নয় বা সাদা চুলে সমস্যা দূর
হবে এমনটা নয় আপনাদের চুল পড়ার সমস্যাটা দূর করতে পেঁয়াজের রস অধিক কার্যকারী
হয় ভূমিকা পালন করবে। চুল কালো করার ক্ষেত্রে হেয়ার কালার প্রোডাক্ট ইউজ করছেন
এতে করে আপনাদের পাকা চুল সাময়িকভাবে কালো হতে পারে কিন্তু আপনারা যদি নিয়মিত
কালার প্রডাক্ট ব্যবহার করেন তাহলে কিছুদিন পরে আপনার মাথায় হেয়ার কালার
প্রোডাক্ট ব্যবহার করার জন্য আর চুল অবশিষ্টই থাকবে না। জেনে আসি কিভাবে ঘরোয়া
উপায় কোনরকম ক্ষতি না করে আপনারা পাকা চুলের সমস্যার সমাধান করতে পারেন সে
সম্পর্কে বিস্তারিত -
অল্প বয়সে চুল পাকার কারণসমূহ
বর্তমান সময়ের চুল পাকা কোন বয়সের উপর নির্ভর করে না। শুধুমাত্র যাদের বয়স
হয়ে গেছে তাদের এদের চুল পাকবে এমনটা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় কম বয়সে
ছেলেদেরও মাথার সম্পূর্ণ চুল পেকে গেছে। বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে বস্তুত
আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে দূষণ বৃদ্ধি পেয়েছে যার ফলে আমাদের দেশের
অধিকাংশ কম বয়সী ছেলে-মেয়েদের মধ্যে চুল পেকে যাওয়া সমস্যাটি লক্ষ্য করা
যাচ্ছে। বিজ্ঞানীদের মতে চুল পাকার আদর্শ বয়স হচ্ছে ৩০ বছর তবে অল্প বয়সে যদি
চুল পেকে যায় এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে অল্প বয়সের চুল পাকতে
পারে আমাদেরকে সেখান থেকে সচেতন থাকতে হবে।
- অল্প বয়সে চুল পাকার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের চুলের গোড়ায় বা চামড়ায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের অভাবে ও মিনারেল এর অভাবে আমাদের চুল পাকার সমস্যা দেখা দেয়।
- জিনগত কারণেও অল্প বয়সে চুল পড়া সমস্যাটি তৈরি হতে পারে। যদি আপনাদের পরিবারে এমন কেউ থাকে যাদের অল্প বয়সেই চুল পাকা সমস্যা আছে এক্ষেত্রে তবে আপনারও এই সমস্যাটি দেখা দিতে পারে।
- বর্তমান সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যে পুষ্টিহীনতা সমস্যাটি দেখা দিয়েছে কুষ্টীয়তার কারণে কিন্তু অল্প বয়সেই আপনার চুল পেকে যেতে পারে।
- অতিরিক্ত মানসিক চাপ। বর্তমান সময়ে ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত মানসিক চাপ কাজ করে এ ক্ষেত্রে আপনার মস্তিষ্কের চাপ পড়ে যার ফলে চুল পেকে যাওয়ার সমস্যাটি দেখা দেয়।
- যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে এবং রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় না এ ধরনের মানুষের মধ্যে চুল পেকে যাওয়া সমস্যাটি অধিক লক্ষ্য করা যায়।
আরো পরুন ঃ মেথির ১০টি অবিশ্বাস্য উপকারিতা ও অপকারিতা
পাকা চুল প্রতিরোধে নারিকেল তেলের কার্যকারিতা
বর্তমান সময়ে ছেলেমেয়েরা মাথায় তেল ব্যবহার করা থেকে অনীহা প্রকাশ করে ফলে
অধিকাংশ ক্ষেত্রে মাথার চুল পেকে যাওয়ার সমস্যাটি সৃষ্টি হয়। আমাদের মানবদেহে
যেমন পুষ্টি উপাদানের প্রয়োজন রয়েছে তেমনি আমাদের চুলেরও কিছু প্রশ্ন উপাদানের
প্রয়োজন হয়। নারিকেল তেলের মাধ্যমে আমাদের চুলের গোড়ায় পুষ্টি উপাদান সরবরাহ
করা হয়। যদি আমরা নারিকেল তেল ব্যবহার করা থেকে বিরত থাকি এ ক্ষেত্রে আমাদের
চুলে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয় এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল না
পাওয়ার কারণে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যাটি লক্ষ্য করা যায়।
যাদের ইতিমধ্যে চুল পাকা সমস্যাটি বৃদ্ধি পেয়েছে তারা ঘরোয়াভাবে নারিকেল তেল
ব্যবহার করার মাধ্যমে চুল পাকার সমস্যাটি নিয়ন্ত্রণ করতে পারবে। নারিকেল
তেলের মত কার্যকারিত তেল আর কোনোটিই হয় না। প্রতি সপ্তাহে অন্তত তিন দিন চুলে
ভালোভাবে নারিকেল তেল ব্যবহার করা শুরু করুন এরপর মাত্র সাত দিনের মধ্যেই আপনার
পাকা চুল কালো হয়ে উঠবে।
এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারেন নারিকেল তেল কিভাবে ব্যবহার করবেন?
আপনারা আপনাদের চুলের দৈর্ঘ্য বিবেচনা করে প্রয়োজনমতো নারিকেল তেল নিয়ে নিবেন
এবং তার মধ্যে এক চা চামচ লেবুর রস যুক্ত করে ভালোভাবে মিশিয়ে নিন এবং এরপর
ভালোভাবে চুলে গোরা সময়ে লাগিয়ে নিন। এভাবে নারিকেল তেল ব্যবহার করার মাধ্যমে
আপনারা কার্যকরী উপকারিতা পাবেন।
পাকা চুল প্রতিরোধে চা পাতার কার্যকারিতা
চা পাতার ব্যবহার করে চুল কারো করার উপায় সম্পর্কে শুনে আপনারা অবাক
হচ্ছেন? চা পাতা ব্যবহার করে কিভাবে চুল স্থায়ীভাবে কালো করা যায় সে
সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। চুলের সমস্যা নেই
দুশ্চিন্তাগ্রস্ত? মাথার চুল পেকে যাওয়া সমস্যা দেখা দিয়েছে?
আপনারা ব্যবহার করুন চা পাতা দিয়ে তৈরি একটি হেয়ার প্যাক যা আপনাদের চুলকে সাদা
থেকে কালো করতে সহযোগিতা করবে হেয়ার প্যাক বানানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত
-
চা পাতা দিয়ে তৈরি হেয়ার প্যাক :
- প্রথমত ৩ থেকে ৪ চা চামচ পরিমাণ চা পাতা ব্লেন্ডার এর মধ্যে নিয়ে পাউডার করে নিতে হবে।
- এরপর চা পাতা গুলোকে ভালোভাবে পাউডার করে নেয়ার পর পাউডারের মধ্যে ২ চা চামচ কফি পাউডার মিশিয়ে নিন ভালোভাবে ( যে কোন ব্র্যান্ডের কপি পাউডার ব্যবহার করা যাবে)
- এরপর এক তিন চা চামচ লেবুর রস যুক্ত করুন পাউডার গুলোর মধ্যে এবং ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
- এরপর নারিকেল তেল যুক্ত করে নিন যাতে পেস্ট ভালোভাবে তৈরি করা যায়।
- এরপর পেজটিকে ভালোভাবে মাথায় লাগিয়ে নিন এবং দুই ঘণ্টা রেখে দিন। ২ ঘন্টা পর ভালোভাবে মাথা শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এরকম ভাবে সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করার ফলে আপনাদের পাকা চুলের সমস্যা দূর হবে।
আরো পরুন ঃ ভরা পেটে লেবু পানি খাওয়ার উপকারিতা
লেবু দিয়ে পাকা চুল কালো করার উপায়
লেবু ব্যবহার করে চুল কালো করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটি
সম্পন্ন করতে হবে। লেবু আমাদের সকলেরই ঘরে থাকে। হাতের কাছে থাকায় এ লেবু দিয়েই
কিন্তু আমরা আমাদের পাকা চুলের সমস্যা দূর করতে পারবো। ভিটামিন সি যা আমাদের পাকা
চুলের সমস্যা দূর করতে সাহায্য করে এবং আমাদের চুলকে অধিক পরিমাণে মজবুত করে
তোলে। চুল পড়ার সমস্যা দূর করতে লেবুর কার্যকারিতা রয়েছে অপরিসীম। চলুন জেনে
আসি লেবু দিয়ে পাকা চুল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে।
কম বয়সে মাথার চুল পাকা নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্থ রয়েছে। তবে এ বিষয়গুলো
দুশ্চিন্তার কিছু নেই আপনারা লেবু ব্যবহার করে আপনাদের মাথায় পাকা চুলকে কুচকুচে
কালো করতে পারবেন। অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে, জিনগত কারণে। তাহলে চলুন
জেনে এসে কিভাবে লেবু দিয়ে আপনারা ঘরে মাধ্যমে চুল পাকার সমস্যা দূর করতে
পারবেন।
লেবুর হেয়ার প্যাক :
- আপনারা ২ তা চামচ লেবুর রস নিয়ে নিন এবং তার মধ্যে এক চামচ কফি পাউডার যুক্ত করুন।
- এরপর পেজটি ভালোভাবে মিশিয়ে নিন। অনেকক্ষণ পর্যন্ত পেজটিকে নাড়াচাড়া করুন যাতে ভালোভাবে মিশে যায়।
- তৈরি হয়ে যাওয়ার পর আপনাদের চুলের ত্বকের অংশে ভালোভাবে লাগিয়ে নিন। এরপর ১ ঘন্টা পেস্টটি মাথায় লাগিয়ে রাখুন। ঠিক এমন ভাবে সপ্তাহে একদিন ব্যবহার করুন এতে করে আপনাদের চুল পড়ার সমস্যা এবং চুল পাকার সমস্যা দুটোই দূর করা সম্ভব হবে।
ছেলেদের পাকা চুল কালো করার উপায়
ছেলেদের চুল পাকা দূর করার উপায় সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে আমার
আর্টিকেলটি সম্পন্ন করতে হবে। বর্তমান সময়ের মেয়েদের তুলনাই ছেলেদের চুল পাকার
সমস্যাটি অধিক পরিমাণে দেখা যায়। তোর ছেলেরা চুল পাকের সমস্যাটা কি দূর করার
জন্য বিভিন্ন ধরনের কলম ব্যবহার করে থাকে কিন্তু এতে করে তাদের চুলের ক্ষতি আরো
বেশি হয় পড়ে যাওয়ার সমস্যাটি দ্বিগুণ বৃদ্ধি পায়। আমার খুব দ্রুতই মাথায় টাক
পড়ার সমস্যাটি বৃদ্ধি পায় তাই অবশ্যই আমাদেরকে ঘরোয়া উপায়ে চুল পড়ার
সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। দূর করার উপায় সম্পর্কে একটু
জেনে আসি -
চুলের হেয়ার প্যাক :
- প্রথমত ১০ থেকে ১২টি আমলকি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিন।
- এরপর আমলকির পেস্ট এর মধ্যে এক চা চামচ হেনা পাউডারের পেস্ট যুক্ত করে নিন। মনে রাখবেন হেনা পাউডারের পেস্ট তৈরি করার জন্য প্রথমত আপনাকে হেনা পাউডার থেকে গরম পানিতে ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে হবে।
- এরপর হেনা পাউডার ও আমলকির পেস্ট এর মধ্যে এক চা চামচ কফি যুক্ত করে ভালোভাবে মিশিয়ে নিন।
- সম্পূর্ণ পেস্ট তৈরি হয়ে যাওয়ার পর চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন এবং এক ঘন্টা রেখে দিন।
আরো পরুন ঃ সকালে খালি পেটে কালোজিরা খাওয়ার উপকারিতা
সাদা চুল কালো করার প্রাকৃতিক ঔষধ
সাদা চুল কালো করার প্রাকৃতিক ঔষধ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার আর্টিকেলটা
সম্পূর্ণ পরতে হবে। আপনাদের মধ্যে অনেকেরই কম বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাটি
লক্ষণীয়। অনেক খেতে দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পাকার সমস্যাটি
হয় তবে বয়স বাড়ার সাথে সাথে চুল পাকের সমস্যাটি স্বাভাবিক কিন্তু যদি কম বয়সী
ছেলে মেয়েদের চুল পেকে যায় এ ক্ষেত্রে তাদেরকে বয়স্ক দেখায় এবং এটি একটি
দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে চলুন জেনে আসি সাদা চুল কালো করার
প্রাকৃতিক ঔষধ সম্পর্কে বিস্তারিত তথ্য।
সাদা চুল কালো করার প্রাকৃতিক ওষুধের মধ্যে অন্যতম ও কার্যকারী হিসেবে সহযোগিতা
করে লেবু, কফি পাউডার, ও হেনা। অনেকেই প্রাকৃতিকভাবে তাদের চুল কালো করতে হেনা
ব্যবহার করে থাকেন। আপনারা যদি চুলের রং করতে চান এক্ষেত্রে হেনা ব্যবহার করতে
পারেন হেনা স্থায়ীভাবে চুলের রং ধরে রাখে। আপনারা যদি ঔষধ সম্পর্কে জানতে চান
তাহলে পাকা চুলের সমস্য দূর করার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করতে
পারেন। তবে টাকা তুলে সমস্যা দূর করার ক্ষেত্রে ঔষধ গ্রহণ না করাই ভালো কারণ এতে
করে আপনাদের পাকা চুলের অধিক বৃদ্ধি পেতে পারে।
রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url