বাংলা আর্টিকেল লেখার নিয়ম

বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে চাইলে পোস্টটি সম্পন্ন পড়ুন। এই পোস্টের মাধ্যমে কিভাবে সিও আর্টিকেল লিখতে হয় এবং প্রফেশনাল ভাবে বাংলা আর্টিকেল কিভাবে লিখতে হয় সম্পূর্ণ জানতে পারবেন। এ পোস্টটি পড়ার পর বাংলা আর্টিকেল লিখতে আর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। 

বাংলা  আর্টিকেল লেখার নিয়ম

    বাংলা আর্টিকেল লেখার নিয়ম

    বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে না জানলে আপনি সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না। বাংলা আর্টিকেল লেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে। কারণ সঠিকভাবে বাংলা আর্টিকেল লিখতে না জানলে আপনি আর্টিকেল লিখে আয় করতে পারবেন না। এমনকি গুগলেও আপনার আর্টিকেলটি র‌্যাং করাতে পারবেন না। 

    এ লেখাটির মাধ্যমে বাংলা আর্টিকেল লেখার সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। এবং সকল বিষয় সম্পর্কে টিপস দেয়া হবে। এবং কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলের কনটেন্ট রাইটিং শিখতে পারবেন সে উপায়ও বলে দেয়া হবে।

    কিওয়ার্ড কি  এবং কিওয়ার্ড রিসার্চ 

    কিবোর্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব এই বিষয়ে ভালোভাবে না জানলে আমরা আর্টিকেল লিখতে পারবো না। তো প্রথমে তো আমাদেরকে জানতে হবে কিওয়ার্ড কি?  মানুষ কোন কিছু জানার জন্য গুগলে যেটা লিখে সার্চ করে সেটাই হলো কিওয়ার্ড। যেমন কলা খাওয়ার উপকারিতা এটা লিখে মানুষ গুগলে সার্চ করলে এটা হবে একটি কিওয়ার্ড। যখন মানুষ কলা খাওয়ার উপকারিতা লিখে গুগলে সার্চ করবে তখন সার্চ বাটনের নিচ দিয়ে আরো কিছু লেখা নেমে আসবে ওগুলোই হবে আমাদের লেখার এক একটি কিওয়ার্ড। বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন ।

    কিওয়ার্ড দুই ধরনের হয় যথা লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড। লং তেল কিওয়ার্ড গুলো হচ্ছে যেখানে ৮ থেকে নয়টি শব্দ থাকে। আর শর্ট টেল  কিওয়ার্ড হচ্ছে  যে কিওয়ার্ডের মধ্যে তিন থেকে চারটি শব্দ থাকবে। তো প্রথম অবস্থায় আমাদেরকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের লেখাটি গুগলের র‍্যাঙ্ক করাতে পারবো। 

    এবার জেনে নেই  কীওয়ার্ড রিসার্চ কি?  তো আমরা জানলাম যে কোনটা কিওয়ার্ড কিন্তু কিভাবে বুঝব কোন কিওয়ার্ড টা নিয়ে কাজ করলে আমাদের ক্ষেত্রে সহজ হবে লেখাটিকে গুগলে র‍্যাঙ্ক করাতে?  Ubersuggest একটি এক্সটেনশন রয়েছে যেটিকে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্রমের মধ্যে অ্যাড করে নেবেন। আপনার যখন কোন কিওয়ার্ড নির্বাচন করবেন তখন Ubersuggest থেকে দেখে নিবেন সেই কিওয়ারটি দিয়ে কতজন কাজ করেছে।  এবং  ubersuggest আপনাকে বলে দেবে কোন কিওয়ার্ড টা নিয়ে কাজ করা যাবে এবং  কোন কিওয়ারটি নিয়ে কাজ করলে রেং করানো একটু কঠিন হবে বা কোন কেয়ারটি নিয়ে কাজ করা একদমই ঠিক হবে না। Ubersuggest  মূলত আপনাদের এই তিনটি বিষয় লাইট সিগন্যালের মাধ্যমে বুঝিয়ে দিবে 

    Ubersuggest  ব্যবহার করবেন কিভাবে?  আপনাদের ক্রোমের মধ্যে Ubersuggest যুক্ত করে নেয়ার পর যেকোনো একটি লং টেল কিওয়ার্ড গুগলে সার্চ করুন এবং Ubersuggest অন করে নিন। এরপর টুলস টু এ চাপ দিলে কম্পিউটার স্ক্রিনের বাম পাশে লেখা উঠবে এই কিওয়ারটি দিয়ে কতজন কাজ করেছে। এবার আপনার লংটেল কিওয়ার্ড টির সামনে  allintitle: যুক্ত করুন এবং আবার টুলসে ক্লিক করলে এবার দেখতে পাবেন ঠিক কতজন মানুষ আপনার ওই লংটেন কীওয়ার্ড  নিয়ে বিস্তারিতভাবে কাজ করেছে। যদি সেটা প্রথম ২০ জনের মত সীমাবদ্ধ থাকে তাহলে সেটি নিয়ে আপনি কাজ করতে পারবেনবা সেই লং তেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি গুগল র‍্যাঙ্ক  করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 


      লাইন গ্যাপ দিয়ে বাংলা আর্টিকেল লেখা 

      লাইন ক্যাপ দিয়ে বাংলা আর্টিকেল লেখা বিষয়ে অনেকের মধ্যে সঠিক ধারণা নেই। বাংলা আর্টিকেলের সময় আপনাদের মধ্যে অনেকে আছে যারা দুইটি প্যারার মধ্যে বেশ কিছু লাইন গ্যাপ দিয়ে থাকেন। তো কন্টেন্ট লেখার সঠিক নিয়ম হচ্ছে দুইটি প্যারাগ্রাফের মধ্যে এক লাইন গ্যাপ দেওয়া। এই বিষয়টি আপনাদের সকলকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম ভালোমতো জানতে হবে। 

      পোস্ট ফরমেটিং করার উপায় 

      পোস্ট ফর মিটিং করার উপায় সম্পর্কে এই লেখাটিতে আলোচনা করা হবে। আর্টিকেল কে সুন্দর ভাবে লিখতে হলে বা সকলের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে চাইলে অবশ্যই আর্টিকেল এর ফরমেটটি ভালভাবে সাজাতে হবে। পোস্ট ফরমেটিং করার জন্য পুরো আর্টিকেলটি লেখার পরে লাইনগুলোকে জাস্টিফাই করে নিতে হবে। এবং আর্টিকেলের মধ্যে ছবি যুক্ত করবো সেটার অ্যালাইম্যান্ট সেন্টের ব্যবহার করতে হবে। এ বিষয়গুলো মনে রাখলে আপনিও একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে জব করতে পারবেন।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      বাংলা আর্টিকেলের মধ্যে সূচিপত্র যোগ করা 

      বাংলা আর্টিকেলের মধ্যে সূচিপত্র যোগ করা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। বাংলা আর্টিকেল সুন্দর ভাবে সকালের সামনে উপস্থাপন করে টাকা ইনকাম করার যতগুলো উপায় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাংলা আর্টিকেল পোষ্টের মধ্যে অবশ্য সূচিপত্র যোগ করতে হবে। 

      যদি আপনার আর্টিকেলের শুরুতে সূচিপত্র থাকে তাহলে ভিজিটারা সহজেই আপনার আর্টিকেলের মধ্য থেকে তাদের প্রয়োজনীয় বিষয়টি খুঁজে পাবে। এবং ভিজিটরের যে অংশটি প্রয়োজন সে অংশের উপর চাপ দিয়ে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত করতে পারবে। 

      আর্টিকেলের মধ্যে আরো করুন সেশন যুক্ত করা 

      আর্টিকেলের মধ্যে আরো করুন স্টেশন যুক্ত করা আর্টিকেলকে সুন্দর ভাবে উপস্থাপন করার একটি অংশ। আপনি যদি অন্য কারো ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন তাহলে দেখতে পাবেন পোস্টের মধ্যে আরো পড়ুন নামের একটি সেশন যুক্ত করা হয়েছে যেখানে ওই পুষ্টি সম্পর্কে প্রাসঙ্গিক আরো কিছু পোস্টের লিংক দেয়া আছে। আপনি যদি আপনার লেখার মধ্যে ঠিক একই ভাবে আরো করুন সেশন যুক্ত করে দেন তাহলে পাঠকেরা আপনার পোস্টটি পড়তে পড়তে সে প্রাসঙ্গিক পোস্টটিও পড়বে। এভাবে পাঠকরে যদিও আপনার একটি পোস্ট পড়তে এসেছে তারপরও আরো পরম যুক্ত করার কারণে তারা একাধিক পোস্ট করবে এভাবে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। 

      বাংলা আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড এর ব্যবহার 

      বাংলা আর্টিকারে ফোকাস কিউট এর ব্যবহার এর ওপর নির্ভর করে আপনার আর্টিকেলটি গুগলের র‍্যাংক করবে কিনা। বাংলায় আর্টিকেল লিখতে হলে আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। ফোকাস কি হচ্ছে না কখনোই বাংলা আর্টিকেল লেখা সম্ভব নয় এবং সেটা গুগলের রেংক করানো সম্ভব নয়। তো প্রথমত আমাদের জানতে হবে শোকেস কেয়ার টা কি। তো আমরা যখন কোন বিষয় সম্পর্কে জানতে চাই তখন সেটা আমরা গুগলে গিয়ে সার্চ করি। যেমন আমরা জানতে চেয়েছি বাংলা আর্টিকেল লিখব কিভাবে তো এটা দিয়ে অবশ্যই আমরা গুগলে যে লিখব বাংলা আর্টিকেল লেখার নিয়ম বা বাংলা আর্টিকেল লিখব কিভাবে। আমরা যে বিষয়টি দিয়ে সার্চ করলাম গুগলে সেটি আমাদের ফোকাস  কিওয়ার্ড। 

      বাংলা  আর্টিকেল লেখার নিয়ম




      তারমানে আপনি যে বিষয়টি সম্পর্কে চাচ্ছেন আপনি যে বিষয়টি সম্পর্কে লিখবেন সে বিষয়টি মানুষ ভূগোলে কিভাবে সার্চ করবে কিভাবে সার্চ করছে সেটিই হবে আপনার ফোকাস। ব্যবহার করে থাকে যেমন ভোটার আইডি কার্ড অনলাইন থেকে চেক করতে বা ডাউনলোড করতে হয় কিভাবে লিখে সার্চ করবে ওই বিষয়টি হবে আপনার লেখার ফোকাস কিওয়ার্ড। 

      ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা 

      ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকেই মূল আর্টিকেল না লিখে অন্য কোন জায়গায় আর্টিকেলটি লিখে রেখে দেয়। এরপর সেখান থেকে আর্টিকেলটি নিয়ে এসে পরবর্তীতে ওয়েবসাইটে পেস্ট করে পাবলিশ করে। লেখাটি কেউ আবার মোবাইলের নোটপ্যাডে লিখে রাখে কেউ আবার মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখে। 

      তবে কম্পিউটারের মাইক্রোসফ্ট ওয়ার্ড এর মত প্রোগ্রামে পোস্ট লিখে রাখলে যখন পেস্ট করা হয় তখন দেখা যায় লেখাটির ফরমেট চেঞ্জ হয়ে যায় না লেখা লেখাগুলো ছোট বড় হয়ে যায়। তাই সবাইকে অনুরোধ করব ওয়েবসাইট ছাড়া কোথাও লেখা সেভ করে না রাখতে। 

      এবং একটি বিশেষ বিকেল অবশ্যই দৃষ্টি রাখতে হবে কারো ওয়েবসাইট থেকে কোন লেখা কপি করে নিজের ওয়েবসাইটে পেস্ট করা যাবে না। এতে করে আপনার ওয়েবসাইটে গুগোল কর্তৃত কপিরাইট হয়ে যাবে যার কারনে আপনার ওয়েবসাইটটি লক হয়ে যেতে পারে এতে আপনার পরবর্তীতে ডোমেন কিনা আবার ওয়েবসাইট তৈরি করতে হতে পারে। এ বিষয়ে সকালে সাবধান থাকবেন।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন ।

      পাঠকের কাছে সেরা আর্টিকেল হিসেবে  উপস্থাপন 

      পাঠকের কাছে সেরা আর্টিকেল হিসেবে উপস্থাপন করতে হলে অবশ্যই আপনার পাঠককে  সন্তুষ্ট করা  বা পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। আপনি যদি পাঠকের কাছে আপনার লেখা আর্টিকেলটি সুন্দর কাক উপস্থাপন করতে চান তাহলে অবশ্যই আপনার আর্টিকেলে লেখাগুলো সুন্দরভাবে ফরমেটিং করতে হবে। আপনার আর্টিকেলের শুরুতে অবশ্যই একটি ভূমিকা বাটন রাখতে হবে। পাঠক যদি শুরুতে আপনার আর্টিকেলটির মধ্যে কি বিষয়ে আলোচনা করা হবে সে সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে যায় তাহলে নিশ্চয়ই ভালো হবে। তাই না? 

      যদি পাঠক আপনার ফোকাস কিওয়ার্ড এর সাথে সমর্থস্যপূর্ণ লেখাই আপনার আর্টিকেলের মধ্যে পাই তাহলে নিশ্চয়ই ভালো হবে। যেমন পাঠক আপনার আর্টিকেল পড়তে এসেছে photo edit app সম্পর্কে জানার জন্য তো আপনি যদি আপনার লেখার মধ্যে কিছু ভালো ফটো ইডিট অ্যাপ এর লিংক দিয়ে দেন তাহলে নিশ্চয়ই এটা আপনার জন্য ভালো হবে এবং পাঠকেরও সাহায্য হবে। এভাবে পাঠক আপনার আর্টিকেল দ্বারা সন্তুষ্ট হবে। 

      বাংলা আর্টিকেলের টাইটেল 

      বাংলা আর্টিকেলের টাইটেল গুরুত্বপূর্ণ। বাংলা আর্টিকেল লেখার সময় অবশ্যই আর্টিকেলের বা পোস্ট এর শিরোনাম ৬ থেকে ৮ শব্দের মধ্যে হতে হবে। যেন পাঠকেরা আপনার পোষ্টের আর্টিকেলের শিরোনাম পড়ে বুঝতে পারে আপনার পোষ্টের মধ্যে কি আছে। এমন অনেক পাঠক রয়েছে যারা শুধুমাত্র শিরোনাম পড়ে পোষ্টের মধ্যে না ঢুকে অন্য কোন ওয়েবসাইটে চলে যাই। শিরোনাম লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। পোস্টে এমন ছিল নাম ব্যবহার করতে হবে যেটা পাঠকের পছন্দ হবে।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      বাংলা আর্টিকেলে ভূমিকা বাটন তৈরি 

      বাংলা আর্টিকেলে ভুমিকা বাটন তৈরি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে। বাংলা নাটকের লেখা শুরুতে বাটনের নিচে দুই তিন লাইন আপনার পোস্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে পাঠকের কাছে উপস্থাপন করতে হবে। যাতে পাঠক ভূমিকা লাইন পড়ে বুঝতে পারে আপনার পুরো লেখাটির মধ্যে কোন কোন বিষয় উল্লেখ করা রয়েছে বা কোন কোন বিষয়ে বলা হয়েছে।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      এমন অনেক পাঠক রয়েছে যারা ভূমিকা পড়ার পরে ভূমিকার মধ্যে যদি কোন ক্লিয়ার ইনফরমেশন না থাকে যে পোষ্টের মধ্যে কি আছে তাহলে সে আর পুরো পোস্টটি পড়ে না না পড়ে আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। তাই পোস্টের ভূমিকা পাঠান অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। 
       

      পোষ্টের মধ্যে ফিচার ইমেজ যুক্ত করা 

      পোষ্টের মধ্যে ফিচার ইমেজ যুক্ত করা বিষয়ে আমি বলব প্রত্যেকটি বাংলা আর্টিকেলের মধ্যে একটি করে ফিচার ইমেজ যুক্ত করতে হবে। একটি পোষ্টের মধ্যে বাড়িতে আর্টিকেলের মধ্যে ফিচার ইমেজ বা ছবি পোস্টটিকে আরো বেশি অর্থপূর্ণ করে তোলে। তাই পোষ্টের মধ্যে ফিচার ইমেজ যুক্ত করার ক্ষেত্রে কোন রকম গাফিলতি করা যাবে না। 

      তবে মনে রাখতে হবে ফোকাস কিওয়ার্ড বা আপনার পোস্টের শিরোনামের সঙ্গে ফিচার ইমেজ যেন ভিন্ন না হয়ে যায়। 

      বাংলা আর্টিকেল লেখাই প্যারাগ্রাফ শিরোনাম 

      বাংলা আর্টিকেল লেখায় প্যারাগ্রাফ শিরোনাম ব্যবহার করাটা পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। তা অবশ্য খেয়াল রাখবেন প্রতিটি পোস্ট লেখার সময় বাটিকের লেখার সময় শিরোনাম গুলোকে প্যারাগ্রাফ লাইনে রাখবেন প্রতিটি শিরোনামের নিচে পাঁচ ছয় লাইন করে লিখবেন। 

      ছোট ছোট পেয়ারা গুলোকে সাব হিডিং করে ব্যবহার করবেন। বুঝতে পারবে আপনি প্যারায় কোন বিষয় সম্পর্কে আলোচনা করছেন।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      বাংলা আর্টিকেলের বডি সেকশন 

      বাংলা আর্টিকেলের বডি সেকশনে কোন আর্টিকেলকে পারফেক্ট করতে চাইলে ন্যূনতম পাঁচটি সাবহেডিং রাখা উচিত। এবং প্রতিটি পোস্টে ন্যূনতম ১০ টি আলোচনার বিষয় বা পেয়ারা রাখা উচিত। এবং প্রতিটি পোস্ট সর্বনিম্ন ৯০০ শব্দের লিখতে হবে। মনে রাখতে হবে আর্টিকেলের মধ্যে কোন বিষয়ে বৈশিষ্ট্য তুলে ধরতে হলে সেটা প্যারা না করে লিখে বুলেট ডিস্টিং করতে হবে বা লিস্ট আকারে লিখতে হবে। পোস্টের মধ্যে অবশ্যই কয়েকটি আরো করুন যুক্ত করতে হবে এবং আরো অন্যের মধ্যে প্রাসঙ্গিক বিষয়ের লিঙ্ক যুক্ত করে দিতে হবে যাতে পাঠক আরো বিস্তারিত ভাবে জানতে পারে। 

      বাংলা আর্টিকেলে আপনি ও আমি শব্দের ব্যবহার 

      বাংলা আর্টিকেলে আপনি আমি শব্দের ব্যবহার অবশ্যই করতে হবে। বাংলা আর্টিকেল লেখার নিয়ম এরমধ্যে এটি একটি অন্যতম বিষয়। আর্টিকেলের লেখার মধ্যে আপনি আমি শব্দগুলো বেশি ব্যবহার করতে হবে যাতে পাঠকেরা মনে করে আপনি তার সঙ্গে আলোচনা করছেন বা গল্প করছেন।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      ফোকাস কিওয়ার্ড  ও ফোকাস কিওয়ার্ড এর গুরুত্ব 

      ফোকাস কিওয়ার্ড ও ফোকাস কি ওয়ার্ড এর গুরুত্ব অপরিসীম বাংলা আর্টিকেল লেখার সময়। কারণ এই ফোকাস কিওয়ার্ডই আপনার আর্টিকেলটিকে মানুষের সামনে ভালোভাবে তুলে ধরতে সহযোগিতা করবে। এবং google যেন আপনার আর্টিকেল টেক এর রেংক করাতে পারে সে বিষয়ে ফোকাস কিওয়ার্ড গুরুত্বপূর্ণ। বাংলা আর্টিকেল লেখার নিয়ম এটি আমার ফোকাস কিওয়ার্ড ।  আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনার ফোকাস কিওয়ারটিকে আপনার আর্টিকেলের মধ্যে ১০ থেকে ১২ বার ব্যবহার করতে হবে। কারণ মানুষ যখন কোন কিছু লিখে গুগলে সার্চ করে তখন গুগল যাচাই করে দেখে কার আর্টিকেলের মধ্যে সে সার্চ করা কি পরিমাণে ব্যবহার করা হয়েছে সে অনুযায়ী আপনার আর্টিকেলটিকে গুগল সবার প্রথমে দেখাবে এতে আপনার পাঠকের সংখ্যা বাড়বে এবং আপনার ইনকামও পারবে। 

      বাংলা আর্টিকেলে ব্যক্তিগত মতামত 

      বাংলা আর্টিকেলে ব্যক্তিগত মতামত অবশ্যই যুক্ত করতে হবে। কারণ যখন পাঠক আপনার আর্টিকেলটি পড়বে এবং সে তখন দেখবে সেখানে আপনার ব্যক্তিগত কিছু মতামত দেয়া আছে তাহলে পাঠক নিশ্চিন্ত হবে সে বিষয়টি সম্পর্কে। কারণ এতে লেখকের মতামত সম্পর্কে জানতে পারে। এক্ষেত্রে বাংলা লেখার নিয়ম অনুযায়ী  আপনার মতামতে ৩-৪ লাইন লিখতে হবে। বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন  

      আর্টিকেল এর অনপেজ Seo ১৬ টি ফর্মুলা 

      আর্টিকেল লেখার পর সেটিকে এসইও করা অধিক গুরুত্বপূর্ণ। যখন আপনি বাংলা আর্টিকেলটিকে এসইও করবেন তখন সে আর্টিকেলটি গুগোল সবার আগে দেখাবে। যদি আপনার কিওয়ার্ড নিয়ে কেউ গুগলে সার্চ করে তাহলে সবার আগে আপনার পোস্ট টি দেখাবে। তো চলুন জেনে আসি ওয়ান পেজ এসিও করার ১৬ টি ফর্মুলা। 
      • প্রতিটি পোস্ট লিখার ভাষা ইউনিকোড  ফরমেট এ লিখতে হবে। 
      • বিশেষ প্রয়োজন ছাড়া পোস্ট এর মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না।    
      • বিশেষ প্রয়োজনে প্রশ্নবোধক চিহ্ন বা হাইফেন,  পায়ের চিহ্ন ছাড়া অন্য কোন চিহ্ন ব্যবহার করা যাবে না। 
      • অন্য কোথাও লেখা কনটেন্ট ব্লগার এ কপি পেস্ট করা যাবে না। 
      • প্রতিটি পোস্ট অনলাইন ইনকাম ,  তথ্য,  প্রযুক্তি,  স্বাস্থ্য, শিক্ষা, সমকালীন তথ্য, প্রবাস ভ্রমণ,  লাইফ স্টাইল,  বিষয়ে লিখতে হবে। 
      • সারা বছর গুগল,  ফেসবুক, ইউটিউবে সার্চ করা হয় সেই বিষয়ে লিখতে হবে। 
      • ইভেন্ট বা অকেশনে কোন বিষয় নিয়ে কনটেন্ট লেখার ক্ষেত্রে উক্ত ইভেন্ট বা অকেশনের কমপক্ষে 30 দিন পূর্বে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে। যেমন ১৬ই ডিসেম্বর সম্পর্কে লিখতে হলে নভেম্বর মাসের ১৬ তারিখেই আর্টিকেলটি লিখে পাবলিক করতে হবে। 
      • ব্লক পোস্টে আপলোডকৃত প্রতিটি ছবি webp ও ৫০ কিলো বাইকের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।    
      • পোষ্টের প্রতিটি হেডিং  h2 ফরমেটে লিখতে হবে 
      • পোষ্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড প্রাসঙ্গিকভাবে মোট ১০ বার ব্যবহার করতে হবে। এবং সেই একই ফোকাস কিওয়ার্ড মডিফাই করে আরো পাঁচ বার ব্যবহার করতে হবে। 
      • সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড পোস্ট এর মধ্যে প্রাসঙ্গিকভাবে দুইবার ব্যবহার করতে হবে এবং একবার মডিফাই করে ব্যবহার করতে হবে।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 
      • কনটেন্ট এর মধ্যে পাঁচটি লং টেল কিউট ব্যবহার করতে হবে অবশ্যই।    
      • কনটেন্ট এর মেটা ডিস্ক্রিপশন শুরু করতে হবে ফোকাস কিওয়ার্ড দিয়ে। কনটেন্টের প্রতিটা হেডিং এ ফোকাস কীওয়ার্ড মডিফাই করে ব্যবহার করতে হবে। 
      • প্রতিটি কনটেন্টের অন্তত একটি টেক্সট লিংক ব্যবহার করতে হবে। 
      • প্রতিটি কনটেন্টে অন্তত চারটি আরও পড়ুন যুক্ত করতে হবে। 
      • কন্টেন্ট পাবলিশ করার উপযুক্ত সময় সকাল ৯ থেকে ১০,  দুপুর ৩টা থেকে ৪ টা ,  কনটেন্ট লিখার আদর্শ সময় হচ্ছে ভোর সাড়ে ৪  টা থেকে ৬ টা। 
      • কিওয়ার্ড  কয়বার ব্যবহার করেছেন এই লেখাটি চেক করতে প্রথমে কপি করুন তারপর (ctrl F)। 

      বাংলা আর্টিকেল লিখে আয় 

      বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার পর আপনার একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে যে কোন জায়গায় জব করতে পারবেন। এর জন্য আপনি মাসিক একটি ভালো পরিমাণে টাকাও ইনকাম করতে পারবেন।  বাংলা  আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সঠিক ভাবে জানুন 

      আমার মতামত 

      আমার মনে হয়  যদি সঠিক নিয়ম অনুসারে বাংলা আর্টিকেল লেখা হয় তাহলে অবশ্যয় আপনিও প্রফেসনাল বাংলা আর্টিকেল রাইটার হতে পারবেন । আপনার আর্টিকেল গুলোও গুগল এ রেঙ্ক করবে । আমার লেখার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমা দৃষ্টি তে দেখবেন ।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      রাফিকা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url